BY: Aajtak Bangla 

Aadhaar- PAN লিঙ্ক রয়েছে, চেক করুন এভাবে

28 MARCH 2023


সময়সীমা শেষ হওয়ার পথে

৩১ মার্চ, ২০২৩ হল আধারের সঙ্গে  প্যান লিঙ্ক করার শেষ তারিখ, পরের মাস থেকে লিঙ্ক না করা প্যান অকেজো হয়ে যাবে। 

 PAN-Aadhaar লিঙ্কের স্ট্যাটাস

আপনার প্যান ইতিমধ্যেই  আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না? এর জন্যও একটি প্রক্রিয়া রয়েছে। 

প্যান অকেজো হয়ে যাবে

আধারের সঙ্গে প্যান লিঙ্ক না হলে অবৈধ প্যান কার্ডের  জন্য আপনাকে জরিমানা দিতে হবে। এছাড়াও, আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হবেন না।


কীভাবে প্যান-আধার লিঙ্কের স্থিতি পরীক্ষা?

 প্রথমে,বিভাগের ই-ফাইলিং পোর্টাল  https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।

দ্বিতীয় ধাপে কী করবেন

এর পরে আপনাকে সবার উপরে দেওয়া 'Link Aadhaar Status'-এ ক্লিক করতে হবে।

তারপর যা করতে হবে

 আপনার সামনে একটি পেজ খুলবে। এতে আপনাকে আপনার প্যান নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে।

কোথায় ক্লিক করবেন

এখন আপনাকে নীচের ডানদিকে দেওয়া 'View Link Aadhaar Status'-এ ক্লিক করতে হবে।

কী ভাবে বুঝবেন?

যদি আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে   "PAN not linked with Aadhaar. Please click the "Link Aadhaar" মেসেজ দেখতে পাবেন। 

লিঙ্ক থাকলে যা দেখাবে

 যদি আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা থাকে, আপনি  "Your Aadhaar is linked with PAN" মেসেজ দেখতে পাবেন ।

How to Check Pan Aadhaar Link Status Online: আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আপনি জানতে পারবেন আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা। এর প্রক্রিয়াটি বেশ সহজ। আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ।