28 MARCH 2023
৩১ মার্চ, ২০২৩ হল আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ, পরের মাস থেকে লিঙ্ক না করা প্যান অকেজো হয়ে যাবে।
আপনার প্যান ইতিমধ্যেই আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না? এর জন্যও একটি প্রক্রিয়া রয়েছে।
আধারের সঙ্গে প্যান লিঙ্ক না হলে অবৈধ প্যান কার্ডের জন্য আপনাকে জরিমানা দিতে হবে। এছাড়াও, আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হবেন না।
প্রথমে,বিভাগের ই-ফাইলিং পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।
এর পরে আপনাকে সবার উপরে দেওয়া 'Link Aadhaar Status'-এ ক্লিক করতে হবে।
আপনার সামনে একটি পেজ খুলবে। এতে আপনাকে আপনার প্যান নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে।
এখন আপনাকে নীচের ডানদিকে দেওয়া 'View Link Aadhaar Status'-এ ক্লিক করতে হবে।
যদি আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে "PAN not linked with Aadhaar. Please click the "Link Aadhaar" মেসেজ দেখতে পাবেন।
যদি আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা থাকে, আপনি "Your Aadhaar is linked with PAN" মেসেজ দেখতে পাবেন ।