29 JULY, 2023
BY- Aajtak Bangla
পুরনো সোনার গয়নাও চমকাবে, পরিষ্কারের সহজ উপায়
সোনা দামি ধাতুগুলির অন্যতম। প্রায় সবার কাছেই কম বেশি সোনার গয়না আছে।
প্রতিদিন একই গয়না পরলে তা ময়লা হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। আর ঘাম, ময়লা জমে থাকা গয়না দেখতে যে ভাল লাগে না।
বাড়িতে অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না। সেই টিপসগুলোই আজকে জানাব আপনাদের।
একটি পাত্রে হালকা গরম জল নিন। তার মধ্যে মিশিয়ে দিন কাপড় কাচার সাবান। এ বার সেই পাত্রেই ফেলে দিন ময়লা হয়ে যাওয়া গয়না।
১০-১৫ মিনিট পর গয়না তুলে নিয়ে নরম ব্রাশ বা কামড় দিয়ে ঘষে নিন।
হালকা গরম জলে ২ চা চামচ বেকিং সোডা গুলে একটি পেস্ট তৈরি করুন। এবার এতে আপনার গয়নাগুলো আধঘণ্টা ডুবিয়ে রাখুন।
তারপর স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করুন। দেখন গয়না আবারও আগের মতো ঝকঝকে হয়ে গেছে।
গরম জলে অর্ধেকটা লেবুর রস দিন। এবার এতে গয়নাগুলো ২০-৩০ মিনিট রেখে দিন। পরে নরম ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
Related Stories
৪২ ডিগ্রি গরমেও বাড়ির কলে আসবে শীতল জল, এই ট্রিকটি শিখে নিন
ঘরেই AC সার্ভিস করুন , এক টাকাও লাগবে না
আজ সোনার দাম কত? রইল আপনার শহরের রেট
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট