BY- Aajtak Bangla

বাথরুমের টাইলস হবে ঝকঝকে সাদা, সাফ করুন এভাবে

21 FEBRUARY, 2024

বেকিং সোডা: বেকিং সোডা জলে মিশিয়ে টাইলসে লাগিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

ভিনেগার: জলে ভিনিগার মিশিয়ে টাইলসে স্প্রে করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

লেবু: লেবুর রস টাইলসে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

সাইট্রিক অ্যাসিড: পানিতে সাইট্রিক অ্যাসিড মিশিয়ে টাইলসে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

টুথব্রাশ: পুরোনো টুথব্রাশ দিয়ে টাইলসের ফাঁকের দাগ ঘষে তুলুন।

ডিটারজেন্ট: জলে ডিটারজেন্ট মিশিয়ে টাইলসে লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

টাইলস ক্লিনার: বাজার থেকে কেনা টাইলস ক্লিনার ব্যবহার করতে পারেন। তবে টয়লেট ক্লিনার ব্যবহার করবেন না। 

ঘরোয়া উপাদান: নুন, সাবান, নারকেলের খোসা, কাগজের টুকরো ব্যবহার করে দাগ তুলতে পারেন।

নিয়মিত পরিষ্কার: নিয়মিত পরিষ্কার করলে দাগ জমতে পারবে না। ৫-৬ মাস পর একবার সাফ করার তুলনায় প্রতি মাসে একবার ভাল করে সাফাই করাই শ্রেয়। তাছাড়া টাইলস যতটা সম্ভব শুকনো রাখুন।