5 April, 2024

BY- Aajtak Bangla

ছাদ ঠান্ডা রাখার মোক্ষম টিপস, ঘরে মনে হবে  AC চলছে

তীব্র গরম শুরু হয়ে গিয়েছে। দিনে দিনে তাপমাত্রা আরও বাড়ারই পূর্বাভাস। কিন্তু অনেকেরই এসি কেনার মতো সামর্থ নেই।

সে ক্ষেত্রে ঘর গরম হওয়া থেকে বাঁচার একমাত্র উপায় হল ছাদ ঠান্ডা রাখা।

এসি ছাড়াও ঘর থাকবে একেবারে ঠান্ডা ঠান্ডা, কুল কুল। রইল ছাদ ঠান্ডা রাখার কয়েকটি সহজ উপায়।

ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে ভালো উপায় ছাদে বাগান করা। নিজের বাড়ি হলে সহজেই এটি করা যায়। ছাদে গামলায় করে অনেকগুলি গাছ লাগাতে পারেন।

আবার ঘাসও বিছিয়ে দিতে পারেন। এই ঘাসগুলি সূর্যের আলো থেকে সরাসরি ছাদের মেঝেকে ছায়া দেবে।

ছাদের মেঝে সাদা রং করে নিতে পারেন।  সস্তায় কাজ হাসিল করতে চাইলে ছাদে চুন লাগান। ঘর ঠান্ডা রাখতে এবার ছাদেও চুন রঙ করুন।

একটি উপায় আছে ছাদ ঠান্ডা রাখার। সে ক্ষেত্রে সিরামিক বা পোর্সিলিন দিয়ে ছাদের মেঝে মুড়িয়ে দিন।

এমন অনেক ব্রান্ডেড টাইলস রয়েছে, যা সূর্যরশ্মি প্রতিফলিত করে দেয় এবং ছাদ ঠান্ডা রাখে।

উডেন ডেক টাইলস বা টেরাকোটা টাইলস লাগাতে পারেন ছাদে।