BY- Aajtak Bangla
20 july, 2025
ইন্টারভিউ মানেই নার্ভাস লাগছে? কিছু ছোট্ট জিনিস বদলালেই আত্মবিশ্বাস বাড়বে।
প্রথমেই জানো তুমি কী বলতে চাও। নিজের স্কিল আর অভিজ্ঞতা নিয়ে একটু ঝালিয়ে নাও।
আয়নার সামনে ২ মিনিট প্র্যাকটিস করো। শব্দের সঙ্গে ভঙ্গিমাটাও ঠিক হচ্ছে কি না দেখো।
ইন্টারভিউর আগে তোমার সেরা পোশাকটা পরো। যেটায় তুমি সবচেয়ে কমফোর্টেবল ফিল করো।
প্রথম ৩০ সেকেন্ডে ইমপ্রেশন তৈরি হয়। হাসি মুখে ঢোকার প্র্যাকটিস করো।
কোন প্রশ্ন করলে থামো, তারপর উত্তর দাও। তাড়াহুড়ো করলেই নার্ভাসনেস ধরা পড়ে।
মনে রাখো, ইন্টারভিউও এক ধরনের আলাপচারিতা। তুমি চাকরি চাইছো, ওরা ট্যালেন্ট খুঁজছে—দুজনেরই দরকার।
কিছু প্রশ্নের উত্তর আগে থেকে ভেবে রাখো— “নিজের সম্পর্কে বলো”, “আমরা কেন তোমাকে নেবো?” ইত্যাদি।
সামান্য নার্ভাস হওয়া নরমাল। মন বলো—“এটাই আমার গ্রোথের চিহ্ন।”
ভাল না হলে সেটাকে লার্নিং হিসেবে নাও। প্রতি ইন্টারভিউ তোমাকে আরও প্রস্তুত করে।
শ্বাস ঠিক রাখো। প্রশ্নের মাঝে একটু থামা আত্মবিশ্বাসের লক্ষণ।
আত্মবিশ্বাস মানে ভয় না থাকা নয়, বরং ভয় নিয়েও এগিয়ে যাওয়া।