BY- Aajtak Bangla

বিছের বংশ ধ্বংস হবে ঘরোয়া উপকরণেই, কামড় খাওয়ার আগেই জানুন

03 May, 2024

r

বর্ষা শুরু হতেই বাড়িতে পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। এদের তাণ্ডবে ঘরে শান্ত হয়ে টেঁকা যায় না। বিশেষ করে যাঁরা গ্রাউন্ড ফ্লোরে যাঁরা থাকেন তাঁদের সমস্য়া বেশি।

যখন তখন নালা-নর্দমা, ফুটো দিয়ে উঠে হাজির হয় নানা রকমের অবাঞ্ছিত কীটগুলি। যেগুলির অনেকগুলি আবার বিষাক্ত।

অন্য পোকামাকড় যেমন তেমন, কিন্তু বিছা জাতীয় প্রাণী ঘরে ঢুকে এলে সমস্যা। কারণ এগুলি বিষাক্ত হয়। বাচ্চাদের অসাবধানে কামড়ালে বড় বিপদ হতে পারে।

যে-কোনও মুহূর্তে বাচ্চার কান কিংবা শরীরের অন্য অংশে কামড়ে দিতে পারে এই বিছে। তাই এ থেকে মুক্তির উপায় আপনাকে ভেবে রাখতে হবে।

যদিও এই বিছের কামড় তেমন প্রাণঘাতী নয়। তবে কানে ঢুকলে মারাত্মক বিপদ। কীভাবে মুক্তি পাবেন বিছের হাত থেকে? 

বিষধর তেঁতুল বিছে মূলত বাড়ির ফাঁকফোকরে আশ্রয় নেয়।  তাই প্রথমে সেই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে।

 এছাড়া, তিন থেকে সাড়ে তিন লিটার জলের সঙ্গে বাসন মাজার তরল সাবান গুলে স্প্রে বোতলে ভরে নিন। 

এই মিশ্রণ বাড়ির নানা কোনা-ঘুপচি, ফাঁক-ফোকরে স্প্রে করুন। এতে তেঁতুল বিছে বাড়িতে ঢুকবে না।

ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে ঘরের কোনায়-কোনায় স্প্রে করুন। দেখবেন বিছের বংশ ধ্বংস হয়ে গিয়েছে। 

গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, রসুন এবং জল দিয়ে পেষ্ট তৈরি করে নিন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ঘরের আনাচ-কানাচে ছড়িয়ে দিন। বিছে আর আসবে না।