25 MARCH 2025

BY- Aajtak Bangla

ছেঁড়া ১০ টাকার নোট চালানোর ট্রিক্স জেনে নিন

১০ ছেঁড়া নোটে জেরবার সাধারণ মানুষ। কিছু ১০ টাকা তো একেবারেই অকেজো হয়ে যাচ্ছে ছেঁড়া হওয়ায়।

ছেঁড়া ১০ টাকা

অনেকেই ছেঁড়া ১০ টাকার নোট নিতে চাইছেন না। তার বদলে ১০ টাকার কয়েন চাইছেন।

ছেঁড়া ১০ টাকায় বিবাদ

কিন্তু মুশকিল হল, কারও কাছে একাধিক ছেঁড়া ১০ টাকার নোট জমে গেলে কি তা লোকসান হিসেবেই ধরে নিতে হবে?

ছেঁড়া ১০ টাকা অচল?

না, অনায়াসেই আপনি বিনা খরচে ছেঁড়া ১০ টাকার নোট ব্যাঙ্কে বদলে নিতে পারেন।

চাপ নেবেন না

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি ব্যাঙ্কে সর্বাধিক ২০টি ছেঁড়া নোট বদল করতে পারেন।

ব্যাঙ্কে গেলেই সমাধান

সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছেঁড়া নোট বদল করা যায় ব্যাঙ্কে।

বদল করা যায়

এটিএম থেকে কেউ ছেঁড়া-ফাটা নোট পেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের

ATMএ ছেঁড়া নোটের কী উপায়

শাখায় লিখিত অভিযোগ দায়ের করা উচিত। ব্যাঙ্কের সেই শাখা থেকেই নোট বদল করা যায়।

অভিযোগ দায়ের করুন