25 MARCH 2025
BY- Aajtak Bangla
১০ ছেঁড়া নোটে জেরবার সাধারণ মানুষ। কিছু ১০ টাকা তো একেবারেই অকেজো হয়ে যাচ্ছে ছেঁড়া হওয়ায়।
অনেকেই ছেঁড়া ১০ টাকার নোট নিতে চাইছেন না। তার বদলে ১০ টাকার কয়েন চাইছেন।
কিন্তু মুশকিল হল, কারও কাছে একাধিক ছেঁড়া ১০ টাকার নোট জমে গেলে কি তা লোকসান হিসেবেই ধরে নিতে হবে?
না, অনায়াসেই আপনি বিনা খরচে ছেঁড়া ১০ টাকার নোট ব্যাঙ্কে বদলে নিতে পারেন।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি ব্যাঙ্কে সর্বাধিক ২০টি ছেঁড়া নোট বদল করতে পারেন।
সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছেঁড়া নোট বদল করা যায় ব্যাঙ্কে।
এটিএম থেকে কেউ ছেঁড়া-ফাটা নোট পেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের
শাখায় লিখিত অভিযোগ দায়ের করা উচিত। ব্যাঙ্কের সেই শাখা থেকেই নোট বদল করা যায়।