19 june, 2023
BY- Aajtak Bangla
Reels ও শর্ট ভিডিওতে দেদার Likes-কমেন্ট চাই? সিক্রেট টিপস
ভারতে TikTok নিষিদ্ধ হওয়ার পর থেকে Reels ও শর্ট ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ইউটিউব, Reels ও শর্ট ভিডিও আপলোডের হিড়িক।
কিন্তু অনেক সময়ই দেখা যায়, রিলস বা শর্ট ভিডিও বানিয়ে লাইক, কমেন্ট মিলছে না।
তাই Reels বানিয়ে প্রচুর কমেন্ট, লাইক পাওয়ার মোক্ষম উপায়গুলি জানলে আয়ও হতে পারে মোটা টাকা।
১. সর্বদা ট্রেন্ডিং কন্টেন্টের উপর Reels বা শর্ট ভিডিও করুন। তাতে ভিডিও রিচ বাড়বে।
২. Reels ও শর্ট ভিডিও আপলোডের সময় ট্রেন্ডিং মিউজিক ট্র্যাক ইউজ করুন। জনপ্রিয় গান বা মিউজিক খুঁজুন।
৩. একবার ভিডিও বানিয়ে থামবেন না। ক্রমাগত আপলোড করতে হবে।
৪. Reels ও শর্ট ভিডিও তৈরির সময় গুণগত মানের উপর নজর দিন। যাতে লোকে দেখে।
৫. Reels তৈরির সময় এমন কিছু করবেন না, যা গুগলের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন না করে।
Related Stories
আপনার শহরে রুপোর দাম কত? জেনে নিন
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
আজ আপনার শহরে রুপোর দাম কত? জেনে নিন
আজ আপনার শহরে সোনার দাম কত? জেনে নিন