04 Oct, 2024
BY- Aajtak Bangla
পুরুষদের কাছে দাড়ি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজকাল তরুণ প্রজন্মের ছেলেদের দাড়ির প্রতি অত্যধিক আগ্রহ তৈরি হয়েছে।
দাড়ি দেরিতে বাড়লে মানসিকভাবে হতাশার সৃষ্টি হয় এমনকি এটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিছু পুরুষের ক্ষেত্রে মুখে ঘন দাড়ি না গজিয়ে এলোমেলো দাড়ি তাদের সৌন্দর্য নষ্ট করে।
ধুলো এবং ময়লার কারণে চুলের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই মুখ সবসময় পরিষ্কার এবং আর্দ্র রাখা উচিত। পুষ্টিকর খাবার খেতে হবে।
বিশেষ করে আয়রন, ভিটামিন বি, ডি, ই সমৃদ্ধ খাবার খেতে হবে। এগুলো দাড়ি বৃদ্ধিতে সাহায্য করে।
মুখে নিয়মিত ম্যাসাজ করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। তাই নারকেল তেল, জলপাই তেল দিয়ে মুখে মাঝে মাঝে ম্যাসাজ করলে দাড়ি বৃদ্ধিতে খুবই সাহায্য করে। লেবু এবং দারুচিনির মিশ্রণ চুলের বৃদ্ধি বাড়ায়।
তাই প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার করলে দাড়ি নরম থাকে। বিশেষ করে প্রাকৃতিক উপাদানে তৈরি ময়েশ্চারাইজার ব্যবহার করা উত্তম।
চুলের মসৃণতার জন্য যেমন শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা হয়, তেমনি দাড়ির জন্যও শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। তবে সেগুলো রাসায়নিকমুক্ত হতে হবে।
দাড়ি রাখলে পুরুষদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে জানা যায়। এছাড়াও মুখের ছিদ্রপথে ময়লা জমতে বাধা দেয়, ত্বকের সমস্যা প্রতিরোধ করে, রোদের তাপ থেকে মুখকে সুরক্ষা দেয়।
দাড়ি রাখা শুধু ফ্যাশনই নয়, স্ট্যাটাস সিম্বলও বটে।