29 August, 2024

BY- Aajtak Bangla

বাজারের বিস্বাদ  কপি নয়, বাড়িতে এভাবে শয়ে শয়ে ফুলকপি ফলান

গরম কালে ফুলকপি সাধারনত পাওয়া যায় না।

তবে আমরা সারা বছরই ফুলকপি খেটে ভালবাসি। বাড়িতে টবেই করা যায় এই গাছ।

প্রথমে একটি বড় সাইজের পাত্র নিন এবং তাতে ৩ কাপ গোবর সার, ১ কাপ বালি, ২০ গ্রাম নিম সার ও মাটি মিশিয়ে ভরে নিন।

এর পরে, পাত্রে ২ থেকে ৩ ইঞ্চি গভীরতায় ভাল মানের ফুলকপির বীজ রোপণ করুন।

ফুলকপি গাছে বেশি জলের প্রয়োজন হয় না। তাই ফুলকপির গাছে দিনে মাত্র একবার জল দিন।

দেখবেন প্রায় এক মাস পর গাছে ফুলকপি উঠতে শুরু করবে। ফুলকপি বড় হয়ে গেলে ব্যবহার করতে পারেন।

এমনভাবে সারা বছরই বাড়িতে ফুলকপির চাষ করতে পারেন।