16 December, 2023
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
অনেকেরই ফোনে একেবারে চার্জ থাকে না। এতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়।
স্মার্টফোন পুরানো হলে এই সমস্যা আরও বেশি করে দেখা দেয়।
এই কারণে অনেকে সব সময়ে চার্জার নিয়ে ঘোরেন। অফিসে, কারও বাড়িতে সুযোগ পেলেই ফোন চার্জ দিয়ে নেন।
অনেকে তো আবার সঙ্গে রীতিমতো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরেন। এটি বেশ বিরক্তিকর।
জানলে অবাক হবেন, আমাদের কিছু ভুলের কারণেই স্মার্টফোনের ব্যাটারির স্বাস্থ্য খারাপ হয়ে যায়।
যে কোনও ব্যাটারির আয়ু থাকে। ধরুন কোনও সাধারণ ব্যাটারি মোট ৩,০০০ বার পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব।
অনেকে ব্যাটারি নতুন থাকা অবস্থা থেকেই বারবার চার্জে বসিয়ে দেন। এমনটা করলে কিন্তু আপনার ব্যাটারির স্বাস্থ্য দ্রুত নষ্ট হয়ে যাবে।
ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখতে হলে চার্জ দিন মেপে। ব্যাটারি ৫০% নামতেই চার্জে বসিয়ে দিলেন? এমনটা করলে কিন্তু ভুল করবেন।
ব্যাটারি একেবারে শেষ হওয়া পর্যন্তও অপেক্ষা করবেন না। ১৫-২০%-এ ব্যাটারি নেমে এসে তখনই চার্জে বসাবেন।
ব্যাটারি ১০০% হয়ে গিয়েছে। তা সত্ত্বেও ফোন চার্জে বসিয়ে রেখে দিলেন। এমনটা করলে কিন্তু ভুল করবেন।
স্মার্টফোনের সঙ্গে যে চার্জার দেওয়া হয়েছে, সেটাই ব্যবহার করুন। এর বাইরে অন্য কোনও চার্জার ব্যবহার করবেন না।
চার্জ ধরে রাখতে ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে রাখবেন। অটো-আপডেট বন্ধ করে রাখুন। প্রয়োজন না হলে মোবাইল ডেটা, ওয়াইফাই ও ব্লুটুথ অফ করে দিন।