BY- Aajtak Bangla
18 SEPTEMBER, 2023
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতে বিশেষ বৈঠক ডেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের বেশকিছু নির্দেশ দিয়েছে নবান্ন।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই ডেঙ্গি মোকাবিলায় সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে নবান্নের বৈঠকে।
এডিস ইজিপ্টাই মশার কামড়ে ডেঙ্গি হয়। এটি স্ত্রী এডিস ইজিপ্টাই মশা আপনার চারপাশের পরিষ্কার জলের পাত্রে এবং গাছপালার গোড়ায় ডিম পাড়ে।
এই প্রজাতির মশা পরিষ্কার এলাকায় থাকে এবং সারা বছর সাধারণত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বাস করে। এডিস ইজিপ্টাই মশা সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন...
এডিস ইজিপ্টাই মশাই ডেঙ্গি ছড়ায়। এই মশা ছোট, গাঢ় ধুসর রঙের হয়। এডিস ইজিপ্টাই মশার পায়ে জালিকা বা রোঁয়া থাকে।
এডিস ইজিপ্টাই মশা বেশি উঁচুতে উড়তে পারে না। তাই দাঁড়িয়ে থাকা মানুষ বা প্রাণীর পায়ে, গোড়ালি, হাঁটুতে, কোমর বা হাতে কনুইতে বেশি কামড়ায়।
এডিস মশা সকাল থেকে বিকেল পর্যন্ত এই মশার কামড়ানোর আশঙ্কা বেশি থাকে। তবে রাতেও এই মশা আপনাকে কামড়াতে পারে।
ডেঙ্গির মশা অর্থাৎ এডিস ইজিপ্টাই অন্যান্য মশার তুলনায় আকারে ছোট হয়। এডিস মশা মূলত দিনের বেলায় কামড়ায়।
ডেঙ্গি থেকে বাঁচতে যখনই ঘুমাবেন, অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। প্রতি ২-৩ দিন অন্তর বাড়িতে নানা পাত্রে রাখা জল পাল্টে ফেলুন। বাড়িতে বা বাড়ির আশেপাশে জল একদম জমতে দেবেন না।