19 june, 2023
BY- Aajtak Bangla
মুরগির মাংস ছিবড়ে হবে না, কেনার টিপস রইল
অনেকেই খাসির মাংস স্বাস্থ্যের জন্য খান না। সে ক্ষেত্রে মুরগির মাংসই বাড়িতে আনা হয়।
মুরগির মাংসের প্রচুর রেসিপিও হয়। ফলে একঘেঁয়ে লাগে না। বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়।
কিন্তু অনেক সময়ই দেখা যায়, মুরগির মাংস ছিবড়ে হচ্ছে। খেতেও বিস্বাদ।
আবার চিকেন অনেকে ফ্রিজেও রাখেন, যাতে নষ্ট না হয়।
আবার চিকেন অনেকে ফ্রিজেও রাখেন, যাতে নষ্ট না হয়।
কিন্তু চিকেন কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখলে ছিবড় হবে না। টাটকাও পাবেন।
মুরগির মাংস খারাপ কি না, তা বোঝার সহজ উপায় হল রং পরিবর্তন।
টাটকা মুরগির মাংসের রং গোলাপী হয়।
মাংসের রং সাদাটে হলে একদম কিনবেন না। বুঝবেন, শীঘ্রই খারাপ হয়ে যাবে। একই সঙ্গে ছিবড়েও হবে।
Related Stories
মাইনের টাকা হু হু করে খরচ হচ্ছে? মেনে চলুন এই টোটকা
আজ সোনার দাম কত? রইল আপনার শহরের রেট
একটানা কতক্ষণ AC চালানো উচিত? বেশিরভাগ মানুষই জানেন না
২০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, বদলে যাচ্ছে এই নিয়ম