15 April, 2025

BY- Aajtak Bangla

"আসল লক্ষণভোগ কোনটা? মালদার আমচাষির ১০ টিপস

১. রং ও চামড়া: লক্ষণভোগে গাঢ় হলুদ রং থাকে, হালকা লাল আভা দেখা যায়। আসনে অনেক সময় বেশি চকচকে হয় কৃত্রিম পালিশে।

ঘ্রাণ: লক্ষণভোগের ঘ্রাণ মিষ্টি ও প্রকৃত আমের গন্ধযুক্ত। আসনের ঘ্রাণ প্রায় নেই বা কেমিক্যাল জাতীয় গন্ধ পাওয়া যায়।

চামড়ার টেক্সচার: লক্ষণভোগের চামড়া তুলনামূলক মোটা ও শক্তিশালী হয়। আসনেরটা নরম এবং অনিয়মিত।

চোখের দাগ বা ছোপ: লক্ষণভোগে স্বাভাবিক ছোট দাগ বা পাকা ছোপ দেখা যায়। আসনে এগুলো কৃত্রিমভাবে ঢেকে দেওয়া হয়।

দল: কলকাতা নাইট রাইডার্সআকার ও আকৃতি: লক্ষণভোগ আম লম্বাটে ও ভারী হয়। আসন তুলনায় আকারে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে।

বীজের ধরন: লক্ষণভোগের বীজ পাতলা ও সমান। আসনেরটা অনেক সময় মোটা ও অসমান হয়।

কেমিক্যালের প্রভাব: লক্ষণভোগ প্রাকৃতিকভাবে পাকে, আর আসন অনেক সময় কার্বাইড দিয়ে পাকানো হয়।

দামের পার্থক্য: লক্ষণভোগের দাম তুলনায় বেশি থাকে। আসন কমদামে বিক্রি হয়।

জলেতে ভাসার পরীক্ষা: আসল লক্ষণভোগ তুলনামূলক ভারী হয়, পানিতে ডুবে যায়। কেমিক্যাল দেয়া আম অনেক সময় ভেসে থাকে।