13 AUG, 2023
BY- Aajtak Bangla
ইনস্টাগ্রামে হাজার-হাজার ফলোয়ার্স। আর সেটা কাজে লাগিয়েই লক্ষাধিক টাকা আয়। আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রীতিমতো একটি আকর্ষণীয় পেশা।
অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু ব্যর্থ হচ্ছেন।
ইনস্টাগ্রামের অ্যালগোরিদমেই এর রহস্য লুকিয়ে। বলছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি। বিষয়টি কী?
অ্যাডাম মোজেরি জানিয়েছেন, ইনস্টাগ্রামের কোনও নির্দিষ্ট একটি অ্যালগোরিদম নেই। রিলস, ছবি, এক্সপ্লোর, স্টোরিজ- সবের ক্ষেত্রেই আলাদা আলাদা নিয়ম কাজ করে।
একটি পোস্টে কত সেকেন্ড ব্যয় করা হচ্ছে, তাতে কমেন্ট করা হচ্ছে কিনা, লাইক দেওয়া, শেয়ার করা এবং প্রোফাইল ফটোতে ট্যাপ করা হচ্ছে কিনা- সব ক'টিই নজর রাখে অ্য়ালগোরিদম।
অর্থাৎ, আপনার পোস্টে এই সবক'টি জিনিস যত বাড়বে, ততই আপনার রিচ বাড়বে।
তাই আপনার ফলোয়াররা কী চাইছেন বুঝুন। কোনও একটি ছবি বা ভিডিয়োয় বেশি ভিউ, লাইক এলে সেই একই ধরণের কনটেন্ট আরও পোস্ট করুন।
তাই প্রাথমিকভাবে বিভিন্ন ধরণের ভিডিয়ো বানান। কোনও একটি কনটেন্ট ভাল রিচ পেলে দ্রুত একই ধরণের আরও কনটেন্ট পোস্ট করতে থাকুন।
তবে খবরদার! ফলোয়ার্স কেনার ফাঁদে পা দেবেন না। এভাবে ইনস্টাগ্রামে ভুয়ো ফলোয়ার বাড়িয়ে কোনও লাভ হবে না।