10 JULY 2025
BY- Aajtak Bangla
স্মার্টফোন নির্ভর পৃথিবীতে স্টোরেজের জন্য Google Drive-এর উপরে নির্ভরতা বেড়েছে মানুষের।
ভিডিও থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ, সবেতেই গুগল ড্রাইভ গুরুত্বপূর্ণ।
কিন্তু Google Drive-এ ১৫ জিবি পর্যন্ত ডেটা বিনামূল্যে জমা রাখা যায়। তারপরেই অতিরিক্ত জায়গার জন্য লাগে ‘Google One’-এর সাবসক্রিপশন।
কিন্তু টাকা খরচ না করে Google Drive-এ জায়গা বাঁচানোর উপায়গুলি কী কী?
কয়েকটি ছোট সাইজ়ের ফাইল মোছার থেকে বেছে বেছে বড় সাইজের ফাইলগুলি যেমন অডিও এবং ভিডিও ড্রাইভ থেকে মুছে ফেলা উচিত। তাতে জায়গা খালি হবে।
অ্যাকাউন্ট থেকে বড় আকারের ইমেলগুলিকে বেছে মুছে ফেলা উচিত। জি মেলের সার্চ বারে ‘অ্যাটাচমেন্ট লার্জার: ১০ এমবি’ লিখে সার্চ করলে পাওয়া যাবে সেগুলি।
জিমেল অ্যাকাউন্টে সম্ভাব্য ক্ষতিকারক ইমেলগুলি স্প্যাম ফোল্ডারে জমা হয়। কিন্তু অনেকেই নিয়মিত স্প্যাম ফোল্ডারটি খালি করেন না।
Google Drive-এর ১৫ জিবি জায়গার মধ্যে ছবি স্টোর করা হলে, তা ‘Google Photo’-তে জমা থাকে। জায়গা কমে এলে ‘ডুপ্লিকেট’ ছবিগুলিকে মুছে দেওয়া উচিত।
ড্রাইভে খালি জায়গার প্রয়োজন পড়লে বড় আকারের ফাইলের ব্যাকআপ কোনও এক্সটারনাল হার্ড ড্রাইভে নিয়ে রাখা উচিত।