12 August, 2024

BY- Aajtak Bangla

যত গরমই পড়ুক, আপনার ট্যাঙ্কের জল থাকবে হিমশীতল; এই কাজ করলেই কাজ হবে

বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের কল খুললেই গরম জল পড়ছে? দিন দিন যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে, তাতে খুব তাড়াতাড়ি ছাদে থাকা ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে।

ফলে গরমের মধ্যে সেই জল ব্যবহার করতে গেলে ছ্যাঁকা লাগার জোগাড়। তবে বেশ কয়েকটি টিপস ফলো করলে কিন্তু যতই গরম পড়ুক না কেন, ট্যাঙ্কের জল কিন্তু থাকবে ঠান্ডা।

ভাবছেন তো কীভাবে সম্ভব? সম্ভব। কিন্তু তারজন্য ছোট্ট কয়েকটি কাজ করতে হবে।

কী করতে হবে? সূর্যের আলো সরাসরি ট্যাঙ্কের জল গরম করে। তাই সূর্যের আলো যাতে সরাসরি ট‍্যাঙ্কের গায়ে না লাগে সেই ব‍্যবস্থা করুন।

একটি মোটা কাপড় বা ট‍্যাঙ্ক কভার কিনে ট্যাঙ্ক ঢেকে দিন। এটি সূর্যালোককে আটকাবে এবং দীর্ঘ সময়ের জন্য জলকে ঠান্ডা রাখবে।

ট্যাঙ্কের বাইরের দিকে চুন বা মাটির একটি স্তর প্রয়োগ করুন। ট‍্যাঙ্কের গায়ের এই আবরণ লাগিয়ে দিন।

এই প্রলেপ সরাসরি সূর্যালোক আসতে দেয় না। ফলে জলকে অনেকক্ষণ ঠান্ডা রাখে।

ট‍্যাঙ্কের গায়ে মাটি লাগানো থাকলে জলকে খানিকটা ঠান্ডা রাখবে। গ্রামাঞ্চলে যে বাড়িতে ফ্রিজের ব্যবস্থা নেই সেখানে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে।

গরমে যেমন সাদা রঙের পোশাক আরাম হয়, তেমনই ট‍্যাঙ্কের গায়ে সাদা রং করা থাকলে সরাসরি সূর্যরশ্মি ট‍্যাঙ্কে প্রবেশ করতে পারবে না। ফলে জল ঠান্ডা থাকবে।

জলের ট্যাঙ্কে ঘরের ছাউনি দিয়ে রাখলে ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে। গরমের দিনে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখতে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।