11 JULY, 2023

BY- Aajtak Bangla

বর্ষায় অ্যাক্সিডেন্টের ঝুঁকি, কীভাবে বাইকের যত্ন?

বর্ষায় অ্যাক্সিডেন্টের ঝুঁকি, কীভাবে বাইকের যত্ন?

BY- Aajtak Bangla

যানজটের কারণে নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছতে গেলে বেশ বেগ পেতে হয়। এ কারণে নারী-পুরুষ সবার কাছেই দুই চাকার বাহনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

দামও সাধ্যের মধ্যে থাকায় ব্যবহার বাড়ছে বাইক ও স্কুটির। তবে বাইক কেনার পর আপনাকে নিয়মিত যত্নও নিতে হবে। তাহলে বাইক দীর্ঘদিন আপনাকে ভালো সার্ভিস দেবে।

এদিকে বর্ষা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। অনেককেই আছেন যাদের কাজের জন্য রোজই বাইক নিয়ে বেরোতে হয়। বৃষ্টিতেও বাইক চালাতে হয়।

১) অনেকেই মনে করেন বর্ষায় গাড়ি সার্ভিস করিয়ে লাভ নেই। তবে বর্ষার জল-কাদা জমে যেতে পারে গাড়ির নিচের দিকের বিভিন্ন অংশে। পারলে নিজেই মুছে পরিষ্কার করুন।

২) একে বর্ষা তার উপর রাস্তার খারাপ অবস্থা। পিচ্ছিল রাস্তায় যে কোনো সময় পিছলে যেতে পারে গাড়ির চাকা। তাই নিয়মিত খেয়াল রাখুন টায়ারের অবস্থার দিকে।

৩) টায়ারের পাশাপাশি নজর রাখুন ব্রেকের দিকেও। ভেজা রাস্তায় ব্রেকের কার্যকারিতা কমে যায়। তাই বাইক বা গাড়ির ব্রেক নিয়মিত পরীক্ষা করুন। নির্দিষ্ট সময় অন্তর ব্রেক শু বদল করুন।

৪) বর্ষায় বাইকের চেনের দিকেও খেয়াল রাখুন। খেয়াল রাখুন যাতে বাইকের চেনে কাদা জমে না থাকে। নিয়মিত লুব্রিকেট করুন চেন।

৫) জল-কাদা ও অতিরিক্ত আর্দ্রতার কারণে বর্ষায় বাইকের এয়ার ফিল্টার ব্লক হয়ে যেতে পারে। চেষ্টা করুন ফিল্টারটি শুকনো ও পরিষ্কার রাখার।

৬) আপনার বাইক বা গাড়ি যতটা সম্ভব বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করুন। খোলায় জায়গায় পার্কিং করা এড়িয়ে চলুন।

৭) আলোর অভাবে রাস্তা দেখাই না যায়, তা হলে তা দ্বিগুণ বিপদজনক হয়ে যায়। তাই বের হওয়ার আগে দেখে নিন গাড়ির সব লাইট ঠিকঠাক কাজ করছে কিনা।

৮) বিপদ কখনো বলে আসে না। তাই সবরকম সাবধানতা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করুন। দু'চাকা চালালে হেলমেট অবশ্যই পড়ুন। আপডেট রাখুন আপনার বাইকের বিমার কাগজপত্রও।