20 MARCH 2025
BY- Aajtak Bangla
ইলেকট্রিকের যুগ। মানুষ জ্বালানির দামে ক্লান্ত হয়ে বিদ্যুত্ চালিত বাহনের দিকেই ঝুঁকছেন।
EV মোটরবাইক, স্কুটারের পাশাপাশি বিদ্যুত্ চালিত সাইকেলের চাহিদাও বাড়ছে।
আপনার সাধারণ সাইকেলেই মোটর বসিয়ে নিয়ে ই-সাইকেল করে নিতে পারেন। খুব কম খরচে।
প্যাডেল চালানোর কষ্ট নেই, একেবারে বাইকের মতো সাঁ সাঁ ছুটবে।
নামী কোম্পানির ই-সাইকেলের দাম প্রায় ৩০ হাজার টাকা। একবার চার্জে চলে প্রায় ৩০ কিলোমিটার।
তবে আপনার সাধারণ সাইকেলকে ই-সাইকেল করতে বানাতে খরচ মোটামুটি ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা।
BLDC মোটর, লিথিয়াম ব্যাটারি, চার্জার, কন্ট্রোলার এবং ইনস্টলেশন কিট লাগবে।
বৈদ্যুতিক সাইকেল তৈরি করতে 250W/36V মোটর লাগবে। দাম প্রায় ৭ হাজার টাকা।
সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতি উঠতে পারে।
লিথিয়াম ব্যাটারি চার্জ করতে, একটি 2Amp/36V, 230V AC চার্জার লাগবে।
লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেল দিয়েও চার্জ দেওয়া যায়।