1 JULY 2025
BY- Aajtak Bangla
রোজ ট্রেন জার্নি করার অভ্যাস থাকলেও অনেকেরই গুলিয়ে যায় আপ এবং ডাউন ট্রেন।
এটি বোঝার জন্য রয়েছে অত্যন্ত সহজ উপায়। জানলেই আর ভুল হবে না।
একটি ট্রেনের ক্ষেত্রে আপ এবং ডাউনের গুরুত্ব শুধুমাত্র দিক নির্দেশেই সীমাবদ্ধ থাকে না।
ট্রেনটি কোথা থেকে ছেড়েছে এবং কোথায় পৌঁছবে, তার উপরই নির্ভর করে বিষয়টি।
যেখান থেকে ট্রেন যাত্রা শুরু করবে সেটি হোম স্টেশন। যেখানে ট্রেন শেষ হবে, সেটি ডেস্টিনেশন।
হাওড়া থেকে কোনও ট্রেন ব্যান্ডেল যাওয়ার জন্য ছাড়লে, হাওড়া হোম স্টেশন আর ব্যান্ডেল ডেস্টিনেশন। সেটি হবে ডাউন হাওড়া ব্যান্ডেল লোকাল।
সেই ট্রেনই যখন ব্যান্ডেল থেকে হাওড়া আসবে তখন তার ডেস্টিনেশন থেকে হোম স্টেশনে ব্যাক করবে। সেটি তখন হবে আপ ব্যান্ডেল হাওড়া লোকাল।
প্রত্যেকটি ট্রেনের ২টি করে নম্বর হয়। গোটা সংখ্যা এক থাকলেও বদলে যায় শুধু শেষ সংখ্যা।
দিল্লি থেকে রাজগীরগামী শ্রমজীবী এক্সপ্রেসের ২টি নম্বর হল ১২৩৯১ আবার দিল্লি থেকে রাজগীরগামী ট্রেনের নম্বর হবে ১২৩৯২।