20 May, 2023
BY- Aajtak Bangla
গরম পড়তে না পড়তেই বাড়িতে কুলার ও এসির ব্যবহার শুরু হয়ে যায়।
এর ফলে বিদ্যুতের বিল বেশ ভালোই বাড়ে। আর যার ফলে আপনার চিন্তা এই সময় বেড়ে যায়।
গরমে বিদ্যুতের বিল বেশি আসার অন্যতম কারণ হল এসির ব্যবহার। তবে যদি এসির ব্যবহার সঠিকভাবে করা যায় তবে বিল অবশ্যই কম আসবে।
প্রথমেই আপনি আপনার এসির সার্ভিসিং করিয়ে নিন। যাতে আপনার ঘর ভালো করে ঠান্ডা হতে পারে।
এতে এসি আরও ভালোভাবে সার্ভিস দেবে এবং এটার পারফর্ম্যান্স ভালো হবে।
সরাসরি সূর্যের তাপ থেকে ঘরকে বাঁচিয়ে রাখুন। যদি আপনার ঘরে সূর্যের আলো সরাসরি আসে, তবে সেই ঘর ঠান্ডা হতে সময় লাগবে।
আপনিও যদি ১৬ ডিগ্রিতে এসি ব্যবহার করে থাকেন তবে এখনই বন্ধ করুন।
কারণ ১৬ ডিগ্রিতে এসি চালাতে হলে বেশি পাওয়ারের প্রয়োজন রয়েছে। এতে ইলেকট্রিক বিল বেশি আসে।
যদি আপনি ২৪ বা ২৫ ডিগ্রিতে এসি চালান, তবে এসিকে কম কাজ করতে হবে। এরসঙ্গে আপনি অটোমোড ব্যবহার করতে পারেন।
এর ফলে আপনার ঘর যখন ঠান্ডা তাপমাত্রায় চলে আসে তখন এসির কম্প্রেশার অটোমেটিক বন্ধ হয়ে যায়। এতে বিল অনেক কম আসে।