21 JULY, 2023
BY- Aajtak Bangla
বিদ্যুতের খরচ নিয়ে কমবেশি প্রায় সকলেই টেনশনে থাকেন। কারণ প্রায় প্রত্যেক বাড়িতেই ইলেকট্রিক বিল এতো বেশি আসে যে অনেকে তা নিয়ে সমস্যায় পড়েন।
তবে কিছু উপায় রয়েছে। এগুলির সাহায্যে আপনি চাইলে ইলেকট্রিক বিল কমাতে পারেন।
বাড়িতে প্রায় সকলেরই এসি রয়েছে। তবে অনেকেই ঘর তাড়াতাড়ি ঠাণ্ডা করার জন্য এসি-র টেম্পারেচার ১৬ তে নামিয়ে আনেন।
তবে এতে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসতে পারে। তবে এসির তাপমাত্রা ২৫-এ রাখলে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে।
সমীক্ষায় দেখা গিয়েছে, এসি-তে প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
ফলে আপনি যদি ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ ডিগ্রিতে এসি চালান, তাহলে আপনি প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, BLDC ( Brushless Direct current)-এর ফ্যান ব্যবহার করছেন। এতে বিদ্যুতের বিল ৬০ শতাংশ খরচ কমায়।
বাড়ির যে কোনো ইলেক্ট্রনিক সরঞ্জাম কেনার সময় অবশ্যই ৩ স্টার বা ৫ স্টার দেখে কিনবেন। এই ধরনের ফ্রিজ বা এসি-র দাম বেশি হলেও, বিদ্যুৎ সাশ্রয় অনেক বেশি হয়।
শুধু রিমোট দিয়ে এসি বা টিভি বন্ধ করলে, তা স্ট্যান্ডবাই মোডে চলে যায়। ফলে পরে চালালেই হু হু করে বিদ্যুৎ খরচ হতে থাকে।
পুরনো ফিলামেন্টের বাল্ব এমনকি সিএফএল-এ প্রচুর বিদ্যুৎ খরচ হয়। এলইডিতে তার তুলনায় কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হয়।