BY- Aajtak Bangla
11 May, 2024
সময়ের সঙ্গে মোটরসাইকেল, স্কুটার ক্রয়ের প্রবণতা বেড়েছে।
এখন ঘরে ঘরে দুই চাকার যান। কাজের প্রয়োজন বা যাতায়াতের জন্য কেনেন অনেকে।
এদিকে বৃষ্টিতেও অনেকে নিয়মিত বাইক-স্কুটার নিয়ে বের হন।
বৃষ্টির সময় রাস্তায় জল-কাদা। এমন অবস্থায় বাইক-স্কুটারের যত্ন নেবেন কীভাবে?
জল-কাদা লাগার পরপরই তা ধুয়ে ফেলুন। বাড়ি ঢোকার আগেই এক বালতি জলে কাদা ধুয়ে নিন।
বর্ষায় রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। তাই এই সময়ে টায়ারের অবস্থা ঠিক আছে কিনা, সেদিকে নজর দিন।
টায়ারের পাশাপাশি ব্রেকের বিষয়েও নজর দিন। ব্রেক শু বদলে নিন।
বাইকের চেন সাফ-সুতরো রাখুন। চেনে যেন কাদা না জমে থাকে। ভাল মানের লুব্রিক্যান্ট ব্যবহার করুন।
বাইকের ফিল্টারে যাতে কাদা না জমে থাকে, সেদিকে নজর দিন।
বাইক খোলা আকাশের নিচে রাখবেন না। নিতান্তই রাখতে হলে একটি কভার ব্যবহার করুন।