21 Nobember, 2023

BY- Aajtak Bangla

গিজার কীভাবে ব্যবহারে বিল কম আসে? মোক্ষম টিপস

শীতকাল মানেই স্নানের সময় গরম জল মাস্ট। বারবার জল গরমের ঝক্কি থেকে রেহাই পেতে অনেকেই গিজার ব্যবহার করেন।

গরমকালে যেমন এসি-তে বিদ্যুত্‍ বিল বেড়ে যায়, শীতে তেমনই বহু পরিবারের নাজেহাল অবস্থা হয় গিজারের বিলে।

গিজার কীভাবে ব্যবহার করলে বিদ্যুতের বিল কম আসতে পারে? কয়েকটি টিপস রইল।

গিজারের বিল বাঁচাতে প্রথমত, ফাইভ স্টার গিজার কিনতে পারেন। তুলনামূলক কম বিদ্যুত্‍ লাগে।

গিজারের তাপমাত্রা কমিয়ে রাখলে বিদ্যুত্‍ খরচ কম হয়।

একটি গিজারের স্বাভাবিক তাপমাত্রা ৫৫ থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়াস করা থাকে। 

এ ক্ষেত্রে গিজারের তাপমাত্রা ৫৫ ডিগ্রি করে রাখলে বিল কম আসে।

জল গরম হয়ে গেলেই গিজার বন্ধ করে দিন। অযথা গিজার চালিয়ে রাখলে বিলও ওঠে।

গিজারে টাইমার সেট করে দিতে পারেন। অতিরিক্ত সময় গিজার না চললে বিদ্যুত্‍ও সাশ্রয় হয়।