22 JUNE, 2023
BY- Aajtak Bangla
এবার অ্যামাজোনে ফ্রি-তে দেখতে পাবেন ওয়েবসিরিজ, কীভাবে?
অ্যামাজনের বিভিন্ন ওয়েব সিরিজ, কমেডি শো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও বিনা পয়সায় উপভোগ করা যায় না। সাবস্ক্রিপশন নিতে হয়।
যদিও এবার অ্যামাজনের বিভিন্ন সিরিজ দেখতে পাবেন ফ্রিতেই। কীভাবে তা দেখতে পাবেন?
তবে এ ক্ষেত্রে নতুন কোনও অ্যাপ ইনস্টল না করলেও চলবে।
অ্যামাজনের ই কমার্স ওয়েব সাইট ইনস্টল করলেই চলবে।
অ্যামাজন অ্যাপের ভেতরে মিনি টিভি রয়েছে। সেখানেই নানা ধরনের শো দেখা যায়। সেখানে কমেডি শো থেকে নানা ধরনের অন্যান্য শো দেখা যাবে।
ডানদিকে নিচের দিকে তিনটি ডট থাকে। সেখানে ক্লিক করতে হবে।
এরপরেই নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে মিনি টিভি লেখা থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
এই মিনি টিভির ভেতরেই দেখা যাবে বিভিন্ন ধরনের শো। যদিও সেই শো-এর সংখ্যা সীমিত
মিনি টিভিতে নিজস্ব ওয়াচ লিস্টও তৈরি করতে পারেন।
Related Stories
আজকের রুপোর দাম, জানুন আপনার শহরের রেট
আজকের সোনার দাম, জানুন আপনার শহরের রেট
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট