BY: Aajtak Bangla 

রবিবার হাওড়ায় বাতিল অসংখ্য লোকাল ট্রেন

25 MARCH, 2023

হাওড়া কর্ড লাইনে বাতিল লোকাল ট্রেন

রবিবার হাওড়া কর্ড লাইনে সব লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ।

ইন্টারলকিং সিস্টেমের কাজ

বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ।

কতক্ষণ চলবে কাজ

শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে।

কী জানাচ্ছে রেল কর্তৃপক্ষ?

শুক্রবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং রয়েছে, সেটি বদলে ফেলা হবে।

স্পেশাল ট্রেন চালানো হবে

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দু' জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

ট্রেন বন্ধ থাকছে কতক্ষণ?

শনিবার রাতে সাড়ে ১২টা থেকে (ইংরেজি মতে রবিবার) থেকে রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত বেলানগর স্টেশনে ট্র্যাফিক আর পাওয়ার ব্লক থাকবে।

রবিবার রাত পর্যন্ত ভোগান্তি

ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজের জন্য শনিবার রাত ১২টা থেকে রাত রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রবিবারজুড়ে দুর্ভোগ

বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কাজের জন্য সারাদিন মাত্র ২টি স্পেশাল ট্রেনের উপর নির্ভর করে থাকতে হবে নিত্যযাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়িদের।

বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য রবিবার হাওড়া কর্ড লাইনে সব লোকাল বন্ধ। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল বন্ধ।