26 May, 2023

BY- Aajtak Bangla

লজ্জা! গুটখোরদের জন্য 'ক্যান্সার' হাওড়া ব্রিজেরও?

গুটখা, পানের পিকে হাওড়া ব্রিজের ক্ষতিগ্রস্থ হওয়ার বিতর্ক নতুন নয়। বহু দিন ধরেই এ নিয়ে চর্চা চলছে।

গুটখা ক্যান্সারের কারণ, আমরা সকলেই জানি। এখন দেদার গুটখার পিকে হাওড়া ব্রিজও কি 'ক্যান্সার আক্রান্ত'?

বন্দর কর্তৃপক্ষ মনে করছে, হাওড়া ব্রিজের হ্যাঙ্গারে ক্ষয় ধরছে দেদার গুটখার পিকের জেরে।

এবার কলকাতা তথা বাংলার গর্ব হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব দেওয়া হল আইআইটি মাদ্রাজকে।

গুটখা, পানের পিকের জেরে হাওড়া ব্রিজের কাঠামো বিপজ্জনক অবস্থায় তা এখনই বলা যাচ্ছে না।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, মূলত কাঠামোগত দুর্বলতা রয়েছে কী না, তা খুঁজে বের করা হবে।

১৯৪৩ সালে নির্মিত হাওড়া ব্রিজই বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু।

হাওড়া ব্রিজের দৈর্ঘ্য  ১৫৫৫ ফুট। ২০১০ সালে বন্দর জানিয়েছিল, গুটকা এবং পানের পিক সেতুর হ্যাঙ্গারকে ক্ষয় করছে।

ক্ষতি প্রতিরোধ করার জন্য হ্যাঙ্গারগুলি ফাইবারগ্লাসে ঢাকা হয়েছিল। তা সত্ত্বেও পিক ফেলা বন্ধ করা যাচ্ছে না।

এবছরেই বর্ষার পরে হাওড়া ব্রিজ রং করা হবে বলে জানা গিয়েছে।