BY- Aajtak Bangla

গঙ্গার নীচে কতক্ষণ ছুটবে মেট্রো? কীভাবে বুঝবেন নদীর নীচ দিয়ে যাচ্ছেন? জানুন

6 March  2024

বুধবার কলকাতা তথা দেশের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এই প্রথম দেশে নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো।

 বুধবার গঙ্গার নীচে মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এবার গঙ্গার তলায় মেট্রোতে চড়েই হাওড়া থেকে কলকাতা আসা যাবে। 

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে এই মেট্রো পরিষেবার ফলে উপকৃত হবেন বহু মানুষ।

আরও কম সময়ে হাওড়া থেকে কলকাতায় আসা যাবে। তা-ও আবার মাত্র ৪৬ সেকেন্ডে।

মাথার উপর গঙ্গা, আর নীচে ছুটবে মেট্রো। ভাবলেই কেমন রোমাঞ্চকর। মেট্রো রেল সূত্রে খবর, মাত্র ৪৬ সেকেন্ড গঙ্গার তলায় থাকবে মেট্রো। অর্থাৎ, ৪৬ সেকেন্ডেই গঙ্গা পার করা যাবে।

গঙ্গার তলা দিয়ে যাওয়ার অনুভূতি একেবারে অন্যরকম। ইতিমধ্যেই পরীক্ষামূলক দৌড় হয়েছে। এবার শুরু হবে যাত্রী পরিষেবা। 

গঙ্গার তলা দিয়ে যাওয়ার সময় মেট্রোর টানেলে জ্বলবে নীল আলো। এই আলো দেখলেই বুঝবেন আপনি গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন। 

এবার থেকে সহজেই মেট্রোয় করে গঙ্গা পার করতে পারবেন নিত্যযাত্রীরা।