21 AUG, 2023
BY- Aajtak Bangla
বিদেশে যেতে গেলে তো বটেই, পাসপোর্ট আসলে পরিচয়পত্রও। পাসপোর্ট করতে গেলে অনেকটা সময় লেগে যায়।
সাধারণ নিয়মে পাসপোর্ট আবেদন করার পর বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়। পাসপোর্ট অফিসে যাওয়া, পুলিশ ভেরিফিকেশন হাজার ঝক্কি পোহাতে হয়।
কিন্তু তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করলে এসব কিছুই করতে হবে না আপনাকে।
দ্বিতীয় ধাপ- রেজিস্ট্রেশনের পর আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করতে হবে।
তৃতীয় ধাপ- এরপর আপনাকে দু’টো অপশন দেওয়া হবে – ‘ফ্রেশ’ ও ‘রিইস্যু’। আপনি আপনার প্রয়োজন মতো বিকল্প বেছে নিন।
চতুর্থ ধাপ- এরপর স্কিমের প্রকার অনুযায়ী ‘তৎকাল’ অপশন বেছে নিন।
পঞ্চম ধাপ- অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন। এরপর এটি এতে প্রয়োজনীয় বিবরণ দিয়ে পূরণ করে নিন।
ষষ্ঠ ধাপ- অনলাইনেই ফর্মটি সাবমিট করে দিন। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে অনলাইনেই করতে হবে।
সপ্তম ধাপ- তৎকাল পাসপোর্টের জন্য ২,০০০ টাকা ব্যয় করতে হবে। পেমেন্ট পদ্ধতি শেষ করুন এবং রসিদের একটি প্রিন্ট আউট নিয়ে নিন।
অষ্টম ধাপ- অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হলে আপনার নিকটবর্তী পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।