4 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
কয়েক মাস আগে রিজার্ভেশন করা হয়েছে, কিন্তু টিকিট এখনও ওয়েটিং-এ রয়েছে। আমরা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হই।
ট্রেনে কনফার্ম সিট পাওয়া যুদ্ধ জয়ের মতো। বিশেষ করে উৎসবের মরসুমে টিকিটের খুব চাহিদা থাকে।
রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা ওয়েটিং টিকেট নিয়ে রিজার্ভেশন কোচে যেতে পারবেন না। এমন পরিস্থিতিতে, আমরা আপনাকে রেলওয়ের এমন একটি স্মার্ট নিয়ম সম্পর্কে বলতে যাচ্ছি, যার অধীনে ১০০ শতাংশ কনফার্ম টিকিট পাওয়া যাবে।
রেলের এই নিয়মের কথা খুব কম মানুষই জানেন। কারেন্ট টিকিট বুকিং করে, আপনি ট্রেনের চার্ট প্রস্তুতের পরেও একটি কনফার্ম আসন পেতে পারেন।
রেলওয়ের কারেন্ট টিকিট সুবিধার অধীনে, ট্রেনে যে আসনগুলি খালি থাকে সেগুলি যাত্রীদের দেওয়া হয়। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে এই টিকিট দেওয়া হয়।
এতে রেল ও যাত্রী উভয়েই লাভবান হয়। যেখানে ট্রেনের সব সিট বিক্রি হয়, সেখানে মানুষ শেষ মুহূর্তে নিশ্চিত টিকিট পান।
কারেন্ট টিকিট বুক করাও খুব সহজ। এর জন্য আপনাকে রেলওয়ে স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে যেতে হবে।
ট্রেন ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে আপনি কনফার্ম টিকিট বুক করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি ট্রেনে একটি কনফার্ম সিট তখনই পাবেন যখন ট্রেনে সিট খালি থাকবে।
অর্থাৎ কারেন্ট টিকিটের উইন্ডো তখনই খোলে যখন ট্রেনে সিট খালি থাকে, মানুষ ভ্রমণ করতে না পারার কারণে শেষ মুহূর্তে টিকিট বাতিল করে দেয়, যার কারণে সিট খালি হয়ে যায়।