20 June, 2023
ট্রেনের কান ফাটানো হর্ন শুনে অনেকেই আঁতকে ওঠেন, দু’কান চেপে ধরেন। কিন্তু জানেন ট্রেনে ১১ রকমের হর্ন বাজানো হয়? শুধু তাই নয়, এই ১১ রকমের হর্নের প্রত্যেকটি পৃথক সঙ্কেত বহন করে।
ওয়ান শর্ট হর্ন: এটি মূলত খুব অল্প সময়ের জন্য একবারই বাজানো হয়। যাত্রা শুরুর আগে ট্রেন পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট ইয়ার্ডে যাবার ক্ষেত্রে এই হর্নটি বাজানো হয়।
টু শর্ট হর্ন: এটি খুব অল্প সময়ের জন্য পরপর দুই বার বাজানো হয়। ট্রেন ছাড়ার সময় মোটরমেন, গার্ডের কাছ থেকে সিগন্যালের জন্য এই হর্ন বাজানো হয়।
থ্রি শর্ট হর্ন: এই হর্ন খুব অল্প সময়ের জন্য পরপর তিনটি ছোট হর্ন বাজানো হয় মূলত বিপদ সঙ্কেত জানাতে। এই হর্ন বাজলে গার্ড বুঝতে পারেন চালক ট্রেন থামাতে পারছেন না।
ফোর শর্ট হর্ন: ট্রেনের কোনও যান্ত্রিক ত্রুটির জন্য বিপদ সঙ্কেত বোঝাতে চালক খুব অল্প সময়ের জন্য পরপর চারবার ছোট ছোট হর্ন বাজান।
ওয়ান লং, ওয়ান শর্ট হর্ন: ট্রেন চালু করার আগে এই ধরনের হর্ন বাজানো হয়। এ ক্ষেত্রে একবার লম্বা হর্ন বাজানোর পরই একটি ছোট্ট হর্ন বাজানো হয়। এই হর্ন শুনে গার্ড ব্রেক পাইপ সিস্টেম চালু করার প্রস্তুতি নেন।
টু লং, টু শর্ট হর্ন: এই ধরনের হর্ন বাজিয়ে ট্রেনের চালক মূলত গার্ডকে ইঞ্জিন নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন। এ ক্ষেত্রে পর পর দু’বার বড় হর্ন বাজিয়েই দু’বার ছোট ছোট হর্ন বাজানো হয়।
লং হর্ন: একটানা লম্বা হর্ন মূলত দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনেই বেশি বাজানো হয়। এছাড়াও গ্যালোপিং লোকাল ট্রেন যে স্টেশনে থামে না, সেখানে এই ধরনের হর্ন বাজানো হয়।
টু হর্ন, টু পজ: ট্রেন যখন কোনও রেল ক্রসিং অতিক্রম করে, তখন এই ধরনের টু হর্ন, টু পজ হর্ন বাজানো হয়। এ ক্ষেত্রে থেমে থেমে দুবার ছোট ছোট হর্ন বাজানো হয়।
টু লং, ওয়ান শর্ট হর্ন: মোটর ম্যান ট্রেনের ট্রাক পরিবর্তন করার সময় এই ধরনের হর্ন বাজান ট্রেনের চালককে জানানোর জন্য।
টু শর্ট হর্ন, ওয়ান লং হর্ন: কোনও যাত্রী যখন কোনও খুব জরুরি প্রয়োজনে চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেন তখন এই ধরনের হর্ন বাজে।
সিক্স শর্ট হর্ন: এই ধরনের হর্ন সাধারণত ট্রেনের চালক জরুরি পরিস্থিতিতে বাজান। কোনও বড়োসড়ো বিপদ ঘটলে চালক পরপর ছয়বার হর্ন বাজান।