30 November 2023

BY- Aajtak Bangla

দেশের প্রথম এসি ট্রেন কোনটি, জানেন? রেল নিয়ে এই প্রশ্নগুলির উত্তর জানুন

ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন রেলে।

রেল নিয়ে নানা সাধারণ প্রশ্ন রয়েছে। যার উত্তর জানলে সুবিধা পেতে পারেন চাকরির নানা পরীক্ষায়। 

প্রশ্নঃ রেলওয়ে বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯০৫

প্রশ্নঃ ভারতের প্রথম ট্রেন কোথায় চলেছিল? উত্তরঃ মুম্বই

প্রশ্নঃ ভারতে প্রথম ট্রেন কোন স্টেশন থেকে কোন স্টেশন অবধি চলবে? উত্তর: মুম্বই-থানে

প্রশ্ন: ভারতের সবচেয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে কোন ট্রেন? উত্তরঃ বিবেক এক্সপ্রেস

প্রশ্নঃ ভারতের প্রথম এয়ার কন্ডিশনার ট্রেন কোনটি? উত্তর: গোল্ডেন টেম্পল মেইল ​​(ফ্রন্টিয়ার মেইল)

প্রশ্ন: দেশের প্রথম মহিলা লোকো পাইলটের নাম কি? উত্তরঃ সুরেখা যাদব