BY: Aajtak Bangla 

 বাংলা থেকে চলবে এতগুলি বন্দে ভারত, কোন কোন রুটে?

8 APRIL 2023

গত বছর উদ্বোধন 

গত বছর হাওড়া -জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হিট হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত 

শুরু হওয়ার প্রথম দিন থেকেই হিট হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। 

আরও বন্দে ভারত বাংলায়

মিশন রফতার প্রকল্পে আরও ৩ টি সেমি হাই স্পিড ট্রেন বাংলাতে আসবে বলে জানা গেছে।

 ১৬০ কিলোমিটার বেগে ছোটে

অনায়াসে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে  গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।


শীঘ্রই আরও ৩ বন্দে ভারত 

৩ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। চলবে যথাক্রমে হাওড়া-পুরি, হাওড়া-রাচি এবং হাওড়া পাটনা পর্যন্ত।


রাজ্যবাসীর জন্য আরও একটি সুখবর

 রাজ্যবাসীকে আরও একটি বন্দে ভারত  উপহার দিতে চলেছে রেল মন্ত্রক । আগামী কয়েক মাসের মধ্য়েই  হাওড়া-বারাণসী রুটে চলবে  এই ট্রেন।


এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত

এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসও দ্রুতও যাত্রা শুরু করতে চলেছে। 

শুরু হওয়ার প্রথম দিন থেকেই হিট হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । এবার রাজ্যবাসীর জন্য আরও সুখবর। নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। ট্রেন চলবে যথাক্রমে হাওড়া-পুরি, হাওড়া-রাচি এবং হাওড়া পাটনা পর্যন্ত। এছাড়াও হাওড়া ও বারাণসি পর্যন্তও চলতে পারে বলে জানা গেছে।