22 MARCH 2025

BY- Aajtak Bangla

রেলে হলুদ সিগন্যাল মানে জানেন? বলতে পারলেই দশে দশ

ভারতীয় রেলে প্রায় ৬৮ হাজার কিলোমিটার লম্বা ট্র্যাক রয়েছে।

ভারতীয় রেল

এত বড় নেটওয়ার্ক ঠিকঠাক চালানোর জন্য রেললাইনের সিগনাল আর সঙ্কেতগুলি খুবই গুরুত্বপূর্ণ।

সিগনালিং ব্যবস্থা

লোকো পাইলট বা ট্রেনচালক এই সিগনাল দেখেই বোঝেন, কখন ট্রেন থামাতে হবে আর কখন চালাতে হবে।

সিনগালেই বোঝা যায়

আমরা ছোটবেলায় শিখেছিলাম, লাল মানে থামো, সবুজ মানে এগিয়ে চলো, আর হলুদ মানে তৈরি হও।

রেলের নিয়ম আলাদা

কিন্তু রেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুধুমাত্র সবুজ সিগনাল পেলেই যে ট্রেন চলতে শুরু করবে, তা নয়।

হলুদ সিগনাল মানে কী?

অনেক সময় হলুদ সিগনাল দেখিয়েও ট্রেন চালানো হয়।

হলুদ সিগনাল মানে?

আসলে, হলুদ সিগনাল মানে হল, স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে আস্তে আস্তে মেন লাইনের দিকে নিয়ে যেতে হবে।

হলুদ সিগনালের অর্থ

প্ল্যাটফর্মে অন্য ট্রেন ঢোকার জন্য জায়গা খালি করতে প্রথম ট্রেনটিকে হলুদ সিগনাল দিয়ে মেন লাইনে পাঠানো হয়।

মেন লাইনে পাঠানো

রেলের সিগনালিং সিস্টেম খুবই জটিল, কিন্তু এটুকু জানা দরকার যে ইয়েলো সিগনাল মানে সতর্ক হয়ে এগোনো।

খুব জটিল সিস্টেম

লোকো পাইলটরা এই সিগনাল দেখে বুঝে যান, সামনে কী ধরনের পরিস্থিতি আসতে পারে আর সেই অনুযায়ী ট্রেনের গতি ঠিক রাখেন। 

লোকো পাইলটদের জন্য