22 MARCH 2025
BY- Aajtak Bangla
ভারতীয় রেলে প্রায় ৬৮ হাজার কিলোমিটার লম্বা ট্র্যাক রয়েছে।
এত বড় নেটওয়ার্ক ঠিকঠাক চালানোর জন্য রেললাইনের সিগনাল আর সঙ্কেতগুলি খুবই গুরুত্বপূর্ণ।
লোকো পাইলট বা ট্রেনচালক এই সিগনাল দেখেই বোঝেন, কখন ট্রেন থামাতে হবে আর কখন চালাতে হবে।
আমরা ছোটবেলায় শিখেছিলাম, লাল মানে থামো, সবুজ মানে এগিয়ে চলো, আর হলুদ মানে তৈরি হও।
কিন্তু রেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুধুমাত্র সবুজ সিগনাল পেলেই যে ট্রেন চলতে শুরু করবে, তা নয়।
অনেক সময় হলুদ সিগনাল দেখিয়েও ট্রেন চালানো হয়।
আসলে, হলুদ সিগনাল মানে হল, স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে আস্তে আস্তে মেন লাইনের দিকে নিয়ে যেতে হবে।
প্ল্যাটফর্মে অন্য ট্রেন ঢোকার জন্য জায়গা খালি করতে প্রথম ট্রেনটিকে হলুদ সিগনাল দিয়ে মেন লাইনে পাঠানো হয়।
রেলের সিগনালিং সিস্টেম খুবই জটিল, কিন্তু এটুকু জানা দরকার যে ইয়েলো সিগনাল মানে সতর্ক হয়ে এগোনো।
লোকো পাইলটরা এই সিগনাল দেখে বুঝে যান, সামনে কী ধরনের পরিস্থিতি আসতে পারে আর সেই অনুযায়ী ট্রেনের গতি ঠিক রাখেন।