BY- Aajtak Bangla

নদী সাফ করে লাখপতি এরা, চমৎকার ব্যবসা আপনিও ট্রাই করতে পারেন

21 March, 2024

ইন্দোনেশিয়ার একটি গ্রুপ এভাবেই প্রচুর টাকা আয় করছেন। পাশপাশি নদী পরিষ্কার করে প্রশংসাও কুড়োচ্ছেন।

এই গ্রুপ নদী সাফাই করে।  ইন্দোনেশিয়ার একটি দুটি নয় বরং বহু নদী তারা এভাবে সাফাই করে দিয়েছেন।

তাঁরা আবর্জনা বের করার জন্য পরিচিত। এবার সেই আবর্জনা থেকে তারা এমন জিনিস বের করেন যা ব্যবহার করা যায়।

এই আবর্জনা আর কিছুই নয় বরং প্লাস্টিক। এই প্লাস্টিক তাঁরা জড়ো করেন ও  সুন্দর চেয়ার তৈরি করেন।

এই সমস্ত চেয়ার শুরুর দাম ৮১ হাজার টাকা। তাঁদের বক্তব্য যে এই লোকেরা এভাবে অন্যরাও নদী সাফাই করার জন্য উৎসাহ পাবে।

তাঁরা রোজ ৩ হাজার কেজি প্লাস্টিক তোলেন। এতে তাঁরা চেয়ার সহ বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করতে পারেন।

একটা চেয়ার তৈরিতে ২০০০ কেজি রিসাইকেল করা প্লাস্টিক ব্যাগ লাগে। এই চেয়ার দেখতে অত্যন্ত সুন্দরও হয়।

এই লোকেরা নিজেদের কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করতে থাকেন। এভাবেই তাঁরা চেয়ার বিক্রি করেন।