12 September, 2023
BY- Aajtak Bangla
শীঘ্র লঞ্চ হতে চলেছে আইফোন ১৫। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবারই প্রথম, শুরুতেই মেড-ইন-ইন্ডিয়া iPhone 15s বিক্রি করবে অ্যাপেল।
মঙ্গলবার রাতে সাড়ে ১০টায় Apple এর 'Wonderlust' ইভেন্টে নতুন আইফোন লঞ্চ হবে।
লঞ্চের আগেই আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের প্রত্যাশিত স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশিত হয়েছে।
আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে টাইটানিয়াম ব্যাক প্যানেল থাকবে বলে মনে করা হচ্ছে। ব্রাশড টাইটেনিয়ামের এফেক্ট থাকতে পাারে।
এখনও পর্যন্ত যে রেন্ডারিংগুলি প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অবশেষে USB-C পোর্ট যোগ করেছে অ্য়াপেল।
অনেকে বলছেন, অ্যাপেল আগের মতোই প্রো ম্যাক্স মডেলের দেখা 6.7-ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং প্রো ভার্সানের 6.1-ইঞ্চি স্ক্রিন বজায় রাখবে।
প্রো মডেলে সম্ভবত নতুন A17 বায়োনিক চিপ থাকবে। অপটিক্সের দিক দিয়ে প্রো মডেলে টেলিফোটো এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় আগের তুলনায় আরও বেশি মেগাপিক্সেল থাকতে পারে।
আইফোন 15 প্রো-এর দাম এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
নতুন iPhone 15 Pro-এর দাম ১,৩৯,৯০০ টাকায় পৌঁছে যেতে পারে। Pro Max-এর দাম ১,৫৯,৯০০ টাকা হতে পারে। তবে দামগুলি এখনও সুনিশ্চিত নয়।