19 SEP 2025

BY- Aajtak Bangla

iPhone 17 কিনতে একজন ভারতীয়ের পকেট থেকে কত খসবে জানেন?

মাসিক রোজগার দিয়ে আইফোন ১৭ কেনার স্বপ্ন দেখছেন? জানেন লেটেস্ট অ্যাপলের ফোনের দাম কত?

ভারতে ২৫৬ জিবি স্টোরেজের iPhone 17-এর দাম ৮২ হাজার ৯০০ টাকা। এবং ৫১২ জিবি স্টোরেজের জন্য ১ লক্ষ ২ হাজার ৯০০ টাকা।

ভারতে একজন ব্যক্তির গড় দৈনিক মজুরি ৫১৮ টাকা। সেই টাকা টানা ১৬০ দিন জমালে আইফোন ১৭ কেনা যাবে।

৫ মাস টানা কাজ করলে তবেই একজন ভারতীয় ৫১৮ টাকা মজুরি নিয়ে iPhone 17 কিনতে পারবেন।

তবে আমেরিকার মানুষের দৈনিক যা মজুরি তাতে iPhone 17 কিনতে মাত্র ৪ দিন কাজ করতেই হবে।

জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রিয়ার মতো দেশে মাত্র ৫ দিন কাজ করেই কেনা যাবে আইফোনের লেটেস্ট মডেল।

ব্রিটেন, নিউ জ়িল্যান্ডের মতো দেশে থাকলে লাগবে ৭ দিন। তবে ফিলিপিন্স বা ভিয়েতনামের মতো আইফোন কিনতে লেগে যাবে প্রায় ১০০ দিন। 

নতুন সিরিজে রয়েছে iPhone 17, iPhone 17 প্রো, iPhone 17 প্রো ম্যাক্স এবং প্রথমবারের মতো iPhone এয়ার। 

iPhone এয়ারের দাম ২৫৬ জিবি স্টোরেজের জন্য ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু। রয়েছে ১ টিবি স্টোরেজের ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকারও। 

iPhone 17 প্রো-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা এবং ১ টিবি স্টোরেজের দাম ১ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা।