14 January 2024

BY- Aajtak Bangla

লোকসভায় কি আদৌ মীনাক্ষী প্রার্থী? মুখ খুলল সিপিএম

ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের পর থেকেই বামেদের মুখ হয়ে উঠেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। 

গত ৭ জানুয়ারি ব্রিগেডে মীনাক্ষীর বক্তৃতায় উদ্বেলিত হয়েছেন বামপন্থীরা।

তার পর থেকেই মীনাক্ষীকে ঘিরে আলোচনা শুরু হয়েছে নতুন করে।

মীনাক্ষী কি লোকসভায় প্রার্থী হবেন? চলছে জল্পনা।

এই প্রসঙ্গে  bangla.aajtak.in-এ মীনাক্ষী বলেছেন, 'আমি ডিওয়াইএফআইয়ের এক জন কর্মী। ডিওয়াইএফআই কাউকে কোথাও ভোটে দাঁড় করায় না।'

মীনাক্ষী আরও বলেছেন, 'ভোটে দাঁড় করায় সিপিএম এবং রাজনৈতিক দলগুলি। এই প্রশ্নের উত্তর সিপিএম দিতে পারবে বা কোনও রাজনৈতিক দল।'

মীনাক্ষীর এই বক্তব্য প্রসঙ্গে bangla.aajtak.in-এ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'এই নিয়ে আলোচনার এখনও সময় হয়নি। সময় হলে জানাব।'

এখন দেখার চব্বিশের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হিসাবে শামিল হন কি না মীনাক্ষী। 

Next: খেজুর রস ঠিক কখন খেলে বমি ও নেশা হয়? অত্যন্ত জরুরি তথ্য