13 August, 2024

BY- Aajtak Bangla

বাজারে এল Jawa 42-র নতুন মডেল, এবার দামে টেক্কা Royal Enfield-কে 

Jawa 42-এর নতুন আপডেটেড মডেল এল ভারতের বাজারে।

 নতুন Jawa 42-তে কোম্পানি বেশ কিছু কসমেটিক পরিবর্তন করেছে। আগের তুলনায় দেখতে আরও ক্লাসি হয়ে গিয়েছে।

 সাধারণত আপডেটেড মডেল এলে বাইক-গাড়ির দাম বাড়ে। কিন্তু এক্ষেত্রে উল্টে আগের থেকে কম বেস প্রাইসে Jawa 42-এর নতুন মডেল এসেছে। 

Jawa 42-এর নতুন মডেলের দাম শুরু হচ্ছে ১.৭৩ লাখ টাকা থেকে(এক্স-শোরুম)। ফলে রয়্যাল এনফিল্ডের এন্ট্রি লেভেল মডেলের সঙ্গে একই প্রাইস সেগমেন্টে পড়ছে। 

নতুন বাইকে সংস্থার ২৯৪ সিসি J-Panther লিকুইড কুলড ইঞ্জিন আছে। তাতে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। 

ইঞ্জিনটি ২৭ bhp পাওয়ার জেনারেট করে। সংস্থা দাবি, নতুন Jawa 42-র ইঞ্জিনের ঝাঁকুনি কমানো হয়েছে। আগের থেকে স্মুদ রাইডিং এক্সপিরিয়েন্স হবে। 

দেখার দিক দিয়ে সেরকম বড় বদল নেই। আগের মতো নিও রেট্রো লুক। তবে সিট-এ পরিবর্তন রয়েছে। 

ডাবল ক্রেডেল ফ্রেমের উপর বাইকটি তৈরি। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে শক অ্যাবজর্বিং সাসপেনশন আছে। 

অ্যালয় হুইল পাবেন। আবার যাঁরা একটু বেশি অফরোডিং করবেন বা রেট্রো লুক টান, তাঁদের জন্য ওয়্যার-স্পোক ভেরিয়েন্টও রয়েছে।