20 September, 2023
BY- Aajtak Bangla
ভারতে চালু হয়েছে JIO Air Fiber। সবচেয়ে সস্তার প্ল্যানে প্রচুর সুবিধা পাওয়া যাচ্ছে।
তিনটি প্ল্যান রয়েছে। JIO AirFibaer-এর পাশাপাশি JIO AirFiber Max-এর আরও দু’টি প্ল্যান রয়েছে। এর মধ্যে সবচেয়ে সস্তার প্ল্যান পাওয়া যাবে মাত্র ৫৯৯ টাকায়।
৩০ Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট পাওয়ার সুবিধা রয়েছে এই ৫৯৯ টাকার প্ল্যানে।
ভয়েজ কলের সুবিধাও পাওয়া যাবে এই প্ল্যানে। এখন JIO Giga ফাইবারে ওয়াইফাই এলাকার মধ্যে থাকলে ল্যান্ডলাইনও ব্যবহার করতে পারবেন।
জিও-র অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্ল্যানে পরিবারের বাকি সদস্যদের জন্যও দারুণ সুবিধা থাকবে। ৫৫০টিরও বেশি টিভি চ্যানেল পাবেন।
এর সঙ্গে বিভিন্ন OTT সাবস্ক্রিপশনও থাকছে। তালিকায় রয়েছে Disney+Hoystar, Sony LIV, Zee5-এর সাবক্রিপশন।
মোট ১৬টি ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর মধ্যে আবার রয়েছে amazon prime-এর সাবস্ক্রিপশনও।
AirFiber Max-এর প্রাথমিক প্ল্যান ১৪৯৯ টাকার, এর সঙ্গে অতিরিক্ত GST-ও দিতে হবে।
ব্যবহারকারীদের ৬ অথবা ১২ মাসের প্ল্যান নিতে হবে।
AirFiber Max-এর প্ল্যানে ৩০০ Mbps স্পিড পাওয়া যাবে। সঙ্গে আনলিমিটেড ডেটা ও ফ্রি ভয়েজ কলও পাওয়া যাবে।