BY- Aajtak Bangla
28 AUGUST, 2023
রিলায়েন্স জিও সম্প্রতি তার ইউজারদের জন্য Jio Bharat 4G লঞ্চ করেছে। Jio Bharat 4G-এর প্রথম সেল আজ শুরু হয়েছে।
অনলাইনে কোম্পানির এই সস্তার প্রিমিয়াম ফিচারফোন কেনা যাবে। Jio-এর এই প্রিমিয়াম ফিচারফোন Jio Bharat 4G জুলাই মাসে লঞ্চ করেছে।
Jio Bharat 4G কেনা যাবে অনলাইন ই-কমার্স ওয়েবসাইট Amazon থেকে। এছাড়াও আপনি Jio Mart থেকে এই Jio Bharat 4G প্রিমিয়াম ফিচারফোনটি কিনতে পারেন।
ফোনটির দাম ৯৯৯ টাকা। Jio Bharat 4G ফোনের পিছনে কার্বন লোগো পাওয়া যায়। Jio Bharat 4G ফোনে অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে।
Jio Bharat 4G ফোনে HD কলিংয়ের পাশাপাশি অনলাইন পেমেন্টের বিকল্পও রয়েছে। এই ফিচার ফোনে আপনি UPI পেমেন্টের অপশন পাবেন।
এই Jio Bharat 4G ফোনে শুধু পেমেন্ট নয়, আপনি এতে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সুবিধাও পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে ১,০০০ mAh ব্যাটারি।
আপনি Jio Bharat 4G ফোনে Jio সিনেমাও উপভোগ করতে পারবেন। এই ফোনে মোট ২৩টি ভারতীয় ভাষা ব্যবহার করা যাবে।
Jio Bharat 4G ফোনটির পেছনে ক্যামেরা এবং টর্চ রয়েছে। ফোনটি কালো এবং লাল রঙে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
Jio Bharat 4G ফোনে JioCinema-এর সুবিধাও নিতে পারেন। এই ফোনে ১২৮ GB পর্যন্ত এক্সটার্নাল মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ফোনটিতে একটি ০.৩-মেগাপিক্সেল (VGA) সেন্সর রয়েছে।