02 September, 2023
BY- Aajtak Bangla
জিও ও এয়ারটেলে নানা ধরনের প্ল্যান রয়েছে। এই প্রতিবেদনে আমরা কিছু সস্তা প্ল্যানের কথা আপনাদের জানাবো।
৮৪ দিনের এই প্ল্যান গুলিতে আনলিমিটেড কলিং-এর সুবিধা রয়ছে। আরও অন্যান্য সুবিধাও থাকছে এই দুই কোম্পানির প্ল্যানে।
৮৪ দিনের এই সস্তা প্ল্যানের দাম জিও-র ক্ষেত্রে ৩৯৫ টাকা। my jio বা jio.com থেকে রিচার্জ করা যাবে।
জিও রিচার্জ প্ল্যানে ৮৪ দিন অবধি আনলিমিটেড কলিং-এর সুবিধা। এতে আপনি STD কলও করতে পারবেন।
এই প্ল্যানে ৬ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। এই ডেটা শেষ হওয়ার পর 64 Kbps গতিতে ডেটা পাবেন।
জিও-র প্রিপেড প্ল্যানে ১০০টি sms ছাড়াও পাওয়া যাবে JIO TV, Jio Cinema, Jio Cloud-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
অন্যদিকে এয়ারটেলে ৪৫৫ টাকায় এই একই প্ল্যান পাওয়া যাচ্ছে। এতেও আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে।
এয়ারটেলে মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে, যার মেয়াদ থাকবে ৮৪ দিন। এতেও আনলিমিটেড কল করার সুবিধা থাকবে।
Airtel-এ ৯০০ sms পাবেন ব্যবহাকারীরা। এছাড়াও ফ্রি হ্যালোটিউন, উইঙ্ক মিউজিক ফ্রিতে পাওয়া যায়।