08 September, 2023
BY- Aajtak Bangla
অনলাইন কেনাকাটার সুবিধা যেমন, তেমন বেশ কিছু অসুবিধাও আছে। তাই অনলাইন কেনাকাটার সময়ে মাথায় রাখুন কয়েকটি নিয়ম।
অনলাইনে জিনিস কেনার সময়ে অবশ্যই আগে থেকে ঠিক করে নিন কী কিনবেন। হঠাৎ কোনও অচেনা সাইটে কিছু দেখলেন আর কিনে ফেললেন, এমনটা করবেন না।
যদি আপনার বাজেট কম থাকে, তাহলে ফিল্টার করে নিতে পারেন কম দাম থেকে বেশি দামের দিকে। এতে সময় এবং পয়সা, দুই-ই বাঁচবে।
কেনাকাটার আগে অবশ্যই আপনার বাজেট স্থির করুন। তারপর সেই বাজেটের মধ্যে আপনি কী কী প্রোডাক্ট পাবেন তার তালিকা করুন।
একইসঙ্গে একাধিক পোশাক কিনে ফেলার প্রবণতা থাকে অনেকের। তাতে অযথা বেশি ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আজকাল একটি পোশাককে বিভিন্ন ভাবে পরা যায়। তাই সঞ্চয় করতে অনলাইনে এরকম কিছু পোশাক খুঁজে বের করুন।
অনলাইন কেনার সময়ে ব্র্যান্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাল করে ব্র্যান্ড দেখে কিনুন।
জিনিসপত্র কেনার আগে অবশ্যই রিভিউগুলি ভাল করে দেখে নিন। ৪ স্টারের কম হলে সেই জিনিস কেনার সময়ে সাবধান।
নতুন কোনও ওয়েবসাইটে কেনাকাটা করার সময়ে আপনার ডেবিট কার্ডের সব গোপন তথ্য দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন।