7 May 2025

BY- Aajtak Bangla

যুদ্ধের আবহে অন রাখুন ফোনের এই সেটিং, মিলবে এমারজেন্সি আপডেট

ভারত-পাকিস্তান অশান্তির আবহে ফোনের কিছু বিশেষ সেটিংস অন রাখতেই হবে আপনাকে। 

যুদ্ধের আবহে অন রাখুন ফোনের এমারজেন্সি অ্যালার্ট। সাহায্য হবে আপনারই। 

আপৎকালীন পরিস্থিতিতে সরকার প্রায়শই গুরুত্বপূর্ণ তথ্য দিতে মেসেজ অ্যালার্ট পাঠায়। 

গত বছর আমরা এমন মেসেজ পেয়েছিলাম, যেখানে অ্যালার্টের পাশাপাশি একটি শব্দও শোনা গিয়েছিল। 

এই ধরনের অ্যালার্ট পেতে ফোনে একটি বিশেষ সেটিং অন করতে হবে 

Android User-দের প্রথমে সেটিংসে গিয়ে Safety and Emergency বিকল্পকে ক্লিক করতে হবে। 

সেখানে আরও বেশ কয়েকটি অপশন পাওয়া যাবে। অন করতে হবে Wireless Emergency Alert অপশন। 

আইফোনের ক্ষেত্রে প্রথমে সেটিংসে যেতে হবে তারপর ক্লিক করতে হবে Notification-এ

এরপর স্ক্রল করলেই মিলবে Government Alert অপশন। সেটি অন করলেই ভবিষ্যতে আর কোনও অ্যালার্ট মিস হবে না। 

মনে করে নিজের ফোনে এখনই এই সেটিংস অন করে ফেলুন, নাহলে মিস হয়ে যেতে পারে যুদ্ধের এমারজেন্সি আপডেট।