18 JULY, 2024

BY- Aajtak Bangla

আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন? জেনে নিন এভাবে

রিচার্জের দাম বেড়ে যাওয়ার ফলে অনেকেই BSNL-এ পোর্ট করার কথা ভাবছেন।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম কার্ড নেওয়ার জন্য সন্ধান করতে শুরু করেছেন বেসরকারি টেলিকম সংস্থার গ্রাহকেরা।

বিএসএনএলের নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখার জন্য আপনাকে গুগল সার্চে আসতে হবে সেখানে সার্চ করতে nperf।

প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ভিজিট করতে হবে। তারপর কান্ট্রিতে ক্লিক করে ভারত সিলেক্ট করতে হবে।

এবার বিএসএনএল সিলেক্ট করতে হবে। এবার আপনি যে এলাকায় নেটওয়ার্ক কভারেজ সার্চ করতে চান, সেটি টাইপ করে সার্চ করুন।

এছাড়া আপনি ম্যাপে জুম আউট করেই এলাকাটি দেখতে পারেন।

ওই ম্যাপের নিচেই থাকবে 2G/3G/4G/4G+/5G সাইন। এগুলি বিভিন্ন রঙে থাকবে। 

ম্যাপে রং দেখে বুঝে নিতে হবে কী ধরনের নেটওয়ার্ক রয়েছে ওই এলাকায়।

বিএসএনএলের পাশাপাশি জিও, এয়ারটেল এবং ভিআইয়ের নেটওয়ার্ক কভারেজও দেখা যাবে।