30 MAY 2025
BY- Aajtak Bangla
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক। দিনরাত ফেসবুক ঘাঁটেন বিভিন্ন বয়সের মানুষ।
ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ দেখা যায় না।
কিন্তু ফেসবুকের বাংলা কী তা জানেন?
বাংলা অভিধানে আদৌ ফেসবুক বলে কোনও শব্দ হয় না।
'ফেস' এবং 'বুক' দু'টি আলাদা শব্দ। এই দুই শব্দের বাংলা অর্থ যথাক্রমে মুখ এবং বই।
সেক্ষেত্রে Facebook এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে 'মুখবই'। কিন্তু এমন কোনও শব্দও অভিধানে নেই।
কোথাও ফেসবুকের বদলে মুখবই লেখা হচ্ছে, এমন উদাহরণও নেই।
তরুণ প্রজন্মের মধ্যে Facebook এর জনপ্রিয়তা বাড়াতে এই সহজ নামটি রেখেছিলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
ফেসবুক শব্দটি প্রথম প্রকাশ্যে আনা হয় ২০০৪ সালে।