16 JANUARY 2025

BY- Aajtak Bangla

আপনার ফ্ল্যাটও এরকম হেলে নেই তো? কেনার আগে এইগুলি মাথায় রাখুন

বাঘাযতীনে আস্ত ফ্ল্যাটবাড়ি হেলে পড়ল। জানা যাচ্ছে, বাঘাযতীনে ৯৯ নম্বর ওয়ার্ডে ওই জমিটি আগে ছিল জলাভূমি। তা বুজিয়ে ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।

মেয়র ফিরহাদ হাকিম বলছেন, সস্তায় ফ্ল্যাট কেনার আগে ক্রেতাদের খোঁজ নেওয়া উচিত ছিল। জলাভূমি হওয়ায় ওই জমির মাটি নরম ছিল।

অনেকেই সহজ কিস্তিতে হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনে ফেলছেন।

তারপর নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ফ্ল্যাট কেনার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত?

যদি আপনি নির্মীয়মান কোনও ফ্ল্যাট কেনেন, তা হলে অবশ্যই প্রমোটার সম্পর্কে আগে খোঁজ নিন। ওই প্রমোটারের ট্র্যাক রেকর্ড জানুন।

ওই প্রমোটার বা সংস্থার আর্থিক ভাবে কতটা মজবুত, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নিন।

প্রমোটার নতুন হলে, খোঁজ নিন, ওই জমি আগে জলাভূমি ছিল কিনা।

ফ্ল্যাট যত দিন তৈরি হচ্ছে, বারবার সাইট ভিজিট করুন। কত দূর কাজ এগোল, দেখুন।

রেডি টু মুভ ফ্ল্যাট হলে অবশ্য কিছু সুবিধা থাকেই। সে ক্ষেত্রে খোঁজ নিন, জমির অবস্থা কী ছিল।

ব্যক্তিগত ভাবে বিশেষজ্ঞকে দিয়ে ফ্ল্যাটের নির্মাণ সামগ্রী পরীক্ষা করিয়ে নিতে পারেন।

ফ্ল্যাটের মাপ যত স্কোয়্যার ফুট বলা হচ্ছে, সেটাই বিশ্বাস করে নেবেন না।