আগামিকাল থেকে স্বাভাবিক হচ্ছে সপ্তাহান্তের মেট্রো পরিষেবা

09 June, 2023

কলকাতা মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য গত ৬ মে, শনিবার থেকে পরবর্তী একমাস সপ্তাহান্তে শনি-রবিবার দেরিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা।

তবে আগামিকাল, ১০ তারিখ থেকে শনিবারের মেট্রো পরিষেবা পুরনো সময়েই চালু হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত এদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্টেশনগুলির মধ্যে প্রতি শনি-রবিবার মেগা পাওয়ার ব্লক করা হয়েছিল ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য।

অর্থাৎ, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেট্রোর ওই লাইনের পাওয়ার বন্ধ করে কাজ চলছিল। কাজ শেষে আগামিকাল থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে শহরের মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, মেট্রোর ব্লু লাইন রুটের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ প্রায় শেষ। তাই আগামিকাল থেকে স্বাভাবিক হচ্ছে সপ্তাহান্তের মেট্রো পরিষেবাও।

এমনিতে কলকাতা মেট্রোর ব্লু লাইনে রোজ ২৮৮টি মেট্রো চলাচল করে। কিন্তু গত এক মাস ধরে প্রতি শনি-রবিবার মিলিয়ে এই রুটে ৫৪টি মেট্রো কম চলেছে।

আগামিকাল থেকে এই রুটে (ব্লু লাইন) আগের মতোই রোজ ২৮৮টি মেট্রো চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

কৌশিক মিত্র জানান, আগামিকাল, শনিবার, দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় যথারীতি মেট্রো পরিষেবা শুরু হবে।

ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে, ১১ জুন (রবিবার) মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনগুলির মধ্যে সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় মেট্রো পরিষেবা চালু হবে।