BY: Aajtak Bangla 

IPL-এর জন্য গভীর রাতেও মেট্রো, জানুন টাইম টেবিল

05 APRIL, 2023

কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর

শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল। কলকাতার ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ যে দিনগুলিতে রয়েছে, ওই দিনগুলিতে মধ্যরাতেও বিশেষ মেট্রো চলবে।

মধ্যরাতেও বিশেষ মেট্রো

মধ্যরাতেও বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকায় ইডেন গার্ডেন্সে চলা IPL ম্যাচ শেষ পর্যন্ত দেখেই বাড়ি ফিরতে পারবেন কলকাতার ক্রিকেট প্রেমীরা।

IPL টুর্নামেন্টের জন্য বিশেষ উদ্যোগ

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

IPL-এর জন্য মেট্রোর বিশেষ সময়সূচি

ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচের দিনগুলিতে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড থেকে কবিসুভাষ এবং দক্ষিনেশ্বরমুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা।

কখন গন্তব্যে পৌঁছাবেন?

এসপ্ল্যানেড থেকে ১২টা ১৫ মিনিট নাগাদ রওনা দিয়ে মেট্রোগুলি কবিসুভাষ এবং দক্ষিনেশ্বরে পৌঁছাবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ।

কতদিন মিলবে এই পরিষেবা?

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ যে পাঁচদিন রয়েছে, ওই দিনগুলিতে মধ্যরাতেও বিশেষ মেট্রো চলবে।

কোন ৫ দিন মধ্যরাতে বিশেষ মেট্রো?

৬, ১৪ এবং ২৩ এপ্রিল, ৮ ও ২০ মে— এই পাঁচদিন এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫ মিনিটে কবিসুভাষ এবং দক্ষিনেশ্বরমুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা।

ক্রিকেট প্রেমীদের বিশেষ সুবিধা

ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ শেষের পর দর্শকরা যাতে শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে নিরাপদে পৌঁছাতে পারেন তার জন্য আগামিকাল থেকে বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল।

শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল। কলকাতার ইডেন গার্ডেন্সে IPL-এর ম্যাচ যে দিনগুলিতে রয়েছে, ওই দিনগুলিতে মধ্যরাতেও বিশেষ মেট্রো চলবে।