13 APRIL 2023
১৯৮৪ সাল কলকাতা মেট্রোর এক ঐতিহাসিক দিন। এবার আরও এক ইতিহাস গড়ে গঙ্গার নীচ দিয়ে যাচ্ছে মেট্রো। (ছবি: PTI)
বুধবার আন্ডারওয়াটার মেট্রোর পরীক্ষামূলক দৌড়ও হয়ে গেল।মেট্রোর দু’টি রেক গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে হাওড়া পৌঁছয়।
সুড়ঙ্গটি ইউরোস্টারের লন্ডন-প্যারিস করিডোরের ভারতীয় সংস্করণ। এই ‘আন্ডার ওয়াটার টানেল’ নদীর ১৩ মিটার গভীরে এবং ভূ-স্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি করা হয়েছে।
৫২০-মিটার দীর্ঘ টানেলটি কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ। (প্রতীকী ছবি/PTI)
এটি পূর্বে সল্টলেক সেক্টর ফাইভের আইটি হাব থেকে নদীর ওপারে পশ্চিমে হাওড়া ময়দান পর্যন্ত রুটের সংযোগ তৈরি করছে। (প্রতীকী ছবি)
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ হিসাবে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের হুগলি নদীর তলায় ভারতের প্রথম ‘আন্ডার ওয়াটার টানেল’ নির্মিত হয়েছে। (প্রতীকী ছবি)
নদীর নীচে প্রায় সাততলা বাড়ির সমান গভীরতায় সাড়ে ৫ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার সুড়ঙ্গ দিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক।
নদীর গভীরে টানেলের মধ্যে দিয়ে মাত্র ৫২০-মিটার দূরত্ব অতিক্রম করবে মেট্রোর রেক।
গঙ্গা নদীর তলদেশে ৫২০ মিটার সুড়ঙ্গ পার হতে মেট্রোর সময় লাগবে ৪৫ সেকেন্ড। (প্রতীকী ছবি)